সফল ফ্রিল্যান্সারের সাক্ষাৎকার

আমি আজকে একটি ফ্রিল্যান্সার এর সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরছি। এটা পড়ে আপনারা একজন ফ্রিল্যান্সার এর বাস্তবতা বুঝতে সক্ষম হবেন।

2020 সালের প্রাপ্তি এবং ফ্রিল্যান্সিং জীবনে থাকছে আজ।
2018 সাল ছিলো সবকিছু হারানোর সাল। Hsc পরিক্ষার পর আস্তে আস্তে সবকিছু হারিয়ে ফেলেতে থাকি। এর একটা কারন ছিল Hsc ভাল ফলাফল করতে না পারা। যইহোক ফলাফল ভাল আসে নাই কথাতো শুনতে হবে আশেপাশের মানুষের কাছথেকে।
এইতা বাস্তবতা। এই বার University Admission
হইলোনা কোনখানে কি আর করবো কথা শুনতে হইল আরো একবার। কিন্তু আমার মা বাবা আমাকে কছু বলে নাই।হইতো বলতে চাইছে কিন্তু পারি নাই।
আস্তে আস্তে সবকিছু হারাতে লাগলাম। কাছের বন্ধুগুলা দুরে চলে যায়।
খুব কাছের একজন একদিন বলে দিলে তোমার সাথে আমার আর থাকা হবে না। তুমি আজ কোথাই আর আমি কোথায়।তুমি জীবনে কিছু করতে পারবা না। দিনটা ছিল খুব কষ্টের অনেক কান্না করছি কিন্তু কাওকে বুঝতে দিতামনা। মুখে সবসময় হাসি রাখতাম।কিন্তু হাসি সবসমায় কতটা খুশিতে আছে সেটা বুজাইনা। নিজের কষ্টগুলা কতটা লুকিয়ে রাখে সেটাও বুজাই।
দেখতে দেখতে অনার্স 1 year exam চলে আসল। কোন রকম exam শেষ করে ভাবলাম কিছু করতে হবে। govt.College এ পরালেখা করে বাড়ি থেকে
টাকা নিতে ইচ্ছা করতোনা। একটা সময় ভাবলাম ছোটখাট একটা চাকরি করতে হবে। একটা বড়ভাই ছিল প্রানে চাকরি করত। তাদের কাজ ছিল দুকানে দুকান order কাটা। ১৫k বেতন। কিন্তু পারি নাই করতে মুখলজ্জার কারনে । তখন ফ্রিল্যান্সিং নামটা বেশ ভালই শুনা যেত। তার পর একটু খোজখবর নিয়ে
দেখলাম এইটার জন্য কম্পিউটার লাগবে।আমার কোন কম্পিউটার ছিল না। বাড়িথেকে বলত কিনে দিবে কিন্তু সেটা হইনাই।এইবার বাড়িতে একটু রাগারাগি হইল বলাম আমাকে যদি কম্পিউটার কিনে না দেও আমি আর কোন কিছু চাবনা।এখন অ মনে আছে লোন এর টাকা তুলে কম্পিউটার কিনে দিয়েছিল।
২০১৮ সালের নভেম্বরের শেষে kushtia graphic design শিখা শুরু করি। ভেবেছিলাম যেটা করব মন দিয়ে করব। নিজের প্রমান করতে হবে।প্রতি দিন ১২-১৫ hours practice করতাম ৪ মাস কাজ শিখে
fiverr e account করি ২০১৯ ফেব্রুয়ারিতে । 1ম মাসে আয় ছিল 56$.
খুব খুশি ছিলাম কারন আমি চাইতাম নিজের হাতখরচ বাড়ি থেকে আর নিতে হবেনে।আস্তে আস্তে কাজ আসতে থাকে ভাবলাম কাজ নিয়ে অন্য কাওকে দিয়ে করিয়ে নেব।কিন্ত কাজ গুলা কেও করে দিতনা।এর ফলে অনেক গুলা কাজ cancel করতে হয়।যারফলে ৪ মাস লাগে লেভেল ১ সেলার হতে। কিন্ত খুব তারাতারি ভুলগুলা বুজতে পারি আর আর ৬ মাসে লেভেল ২ সেলর হয়েছে। এই ভাবে চলছি ২০১৯ সালে নভেম্বরের যখন কাজ কমতে লাগল একটু depression শুর হইল।থিক তখন discon conference এর কথা শুনলাম সেখান অনেকে বর বর ফ্রিল্যান্সার আসবে।Kushtia থেকে আসলাম conference attended করলাম।অনেক কিছু জানলাম ইচ্ছা ছিল 2020 সালে ভালকিছু করতে হবে। আর ২০২০ সালটা ভাল ভাবে শুর করলাম
2020 সালের প্রাপ্তি
fiverr e 31 + 5 Star review
34 order completed
Almost 1200$ earning
Canada new job. তারা 30 % Payment advance করছে।
2018 আর ২০২০ এর মধে অনেক কিছু দেখেছি। ফ্রিল্যান্সিং জীবনেকে বদলে দিছে। fiverr Bangladesh পাশে ছিল
পাশে ছিল অনেক বড় ভাই
তাদের জন্য আজ সফলতার আলো হইত দেখেছি।
আসা করি সব সময় পাশে থাকবেন।
যারা সবসমায় help করেছেন আমকে motivated করেছেন তাদের প্রতি অনেক ভালোবাসা।
আর যারা demotivated করেছে তাদের প্রতি থাকছে আরও বেশি ভালবাসা।

*

Post a Comment (0)
Previous Post Next Post