১। প্রথমেই জেনে নিই আর্কিটেকচারাল ড্রাফটিং জিনিসটা কি। আর্কিটেক্ট কিংবা ইঞ্জিনিয়ার কিংবা কোন কনস্ট্রাকশন ফার্ম যখন কোন আবাসিক বাড়ি, অফিস, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট কিংবা শপ, রাস্তা এবং নানান রকমের এই প্রকার কাঠামো তৈরি করে, তার পূর্বে প্রয়োজন পরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ড্রয়িং। এই ড্রয়িং গুলো আগে হাতে করা হতো কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগে কাজগুলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে করা হয়। উপরোক্ত ব্যক্তিরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে এই ড্রইং এর কাজগুলো করে। দিক নির্দেশনা গুলো মেনে নিয়ে কম্পিউটারের মাধ্যমে এই ড্রয়িং এর কাজগুলো করাটাই আর্কিটেকচারাল ড্রাফটিং। আর যে এ কাজগুলো করে থাকে সে হচ্ছে আর্কিটেকচারাল ড্রাফটসম্যান। ২। এখন প্রশ্ন হচ্ছে কি কি সফটওয়্যার এই কাজে ব্যবহার করা হয়। মূলত সফটওয়্যার এর কোন শেষ নেই এবং প্রতিনিয়ত বিভিন্ন রকমের সফটওয়্যার বাজারে আসছে। তবে জনপ্রিয় কিছু সফটওয়্যার হচ্ছে, অটোক্যাড, রেভিট, স্কেচআপ, চীফ আর্কিটেক্ট, আর্চিক্যাড ইত্যাদি। তবে এদের ভিতর সবচেয়ে বেশি ব্যবহৃত, পুরান এবং জনপ্রিয় হচ্ছে অটোক্যাড। আপনি যদি অটোক্যাড খুব ভালোভাবে জানেন, তাহলে অন্যান্য আরো সকল রকমের সফটওয়্যার গুলো খুব সহজেই নিজে নিজে আয়ত্ত করে নিতে পারবেন, যেহেতু এই প্রকার সব সফটওয়্যার এর প্রধান অ্যালগরিদম প্রায় একই রকম। ৩। মার্কেটপ্লেসে এবং ফ্রিল্যান্সিংয়ে বরাবরের মতই এই কাজের খুবই জনপ্রিয়তা এবং দিন দিন এর চাহিদা বাড়ছে। কারণ উন্নত দেশগুলোতে একজন আর্কিটেকচারাল ড্রাফটসম্যান এর বেতন অথবা ইনকাম প্রচুর। যদি একটু গুগল করেন, তাহলে জানতে পারবেন। কিন্তু ইন্টারনেটের যুগে যেহেতু ভার্চুয়াল কর্মীর মাধ্যমে এই কাজ করানো যাচ্ছে এবং আরো কম মূল্যে, তাই এখন প্রায় সব কোম্পানিগুলো আর্কিটেকচারাল ড্রাফটিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ছেড়ে দিচ্ছে। কিন্তু চাহিদা অনুসারে সঠিক স্কিল সম্পন্ন জনশক্তি না থাকায়, এই মার্কেটটি মোটামুটি এখনো লো-কম্পিটিশন অবস্থায় আছে এবং আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে ভালো অংকের উপার্জন করতে পারবেন প্রতি প্রজেক্টে। উপার্জনের অংকটি আসলে আপনার যোগ্যতার উপর নির্ভর করে। তবে আমি একটি আইডিয়া দিচ্ছি, আপনি যদি কোন একটি ছোট আকারের একতলা বাড়ির আর্কিটেকচারাল ড্রাফটিং এর সম্পূর্ণ কাজ করেন, আপনার সময় লাগবে সর্বোচ্চ সাত দিন এবং এই কাজের সর্বনিম্ন রেট 500 ডলার থেকে শুরু। ৪। এই কাজটি শিখতে হলে আপনার আগে থেকেই আর্কিটেকচারাল কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না হলেও চলবে। কারণ এখানে আপনি কোন নিজে থেকে ডিজাইন কিংবা আইডিয়া শেয়ার করছেন না। আপনাকে যেরকম ভাবে নির্দেশনা দেয়া হবে এবং করতে বলা হবে, আপনি শুধু ওদের অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে ড্রইং টি করবেন। তবে আপনার ড্রাফটিং ফাউন্ডেশন নামে একটি কোর্স করতে হবে। এইখানে বেসিক জ্যামিতি, বিভিন্ন ড্রইং এর নাম, এক ড্রইং থেকে আরেক ড্রয়িং কিভাবে করতে হয় তার নিয়ম, ড্রয়িং এর স্কেল, বিভিন্ন মাপ এবং স্ট্যান্ডার্ড, আর্কিটেকচারাল ফাংশন আইডিয়া, আর্কিটেকচারাল সিম্বল এবং এব্রিভিয়েশন, ড্রইং এর কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ইত্যাদি সম্পর্কে একটি আইডিয়া দেওয়া হবে। ৫। এই পেশায় আসতে হলে আপনার মূলত তিনটি কোর্স একসাথে করা লাগবে। আর্কিটেকচারাল ড্রাফটিং ফাউন্ডেশন, তারপর আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড এবং সর্বশেষে ফ্রিল্যান্সিং উইথ আর্কিটেকচারাল ড্রইং। খুবই দুঃখের ব্যাপার আমাদের দেশে অন্যান্য সব ক্যাটাগরিতে হাজার হাজার ট্রেনিং ইনস্টিটিউট থাকা সত্ত্বেও এই ক্যাটাগরিতে ট্রেনিং করায় এরকম কোন ভালো প্রাইভেট ইনস্টিটিউট আমার জানামতে এখনো নাই। তবে সরকারি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে এই ক্যাটাগরিতে কোর্স আছে এবং খুবই কম খরচে। কিন্তু সে ক্ষেত্রে সঠিক ইনস্ট্রাক্টর সব সময় কপালে জুটে না। কারণ ম্যাক্সিমাম যারা ট্রেনিং করায়, যুগের সাথে তারা এখনো তাল মিলিয়ে আপডেটেড করতে পারেনি। তবে বিকেটিটিসি এবং বিজিটিটিসি মোটামুটি ভালো অবদান রাখতে পারতেছেন। কিন্তু সবার আর সশরীরে গিয়ে এখন আর এই ট্রেনিং টি নেয়া সম্ভব নয়। ৬। আমি পূর্বেই বলেছি দিন দিন এর চাহিদা বাড়ছে। আপনি যদি সঠিক মেন্টর থেকে সঠিক কাজ শিখতে পারেন খুব অল্প সময়ে আপনি নিজেও একজন এ সেক্টরে প্রফেশনাল হয়ে যাবেন। যেহেতু এখনও এই মার্কেটে কম্পিটিশন খুবই কম, আপনি যদি এখনই আপনার পজিশন তৈরি করে ফেলতে পারেন এবং নিজের একটি ব্র্যান্ড ভ্যালু বানাতে পারেন, পরবর্তীতে আপনার চাহিদা সব সময় থাকবে। ক্যারিয়ারের দিক থেকে, কিছু কিছু প্রফেশন এখন প্রায় বিলুপ্তির পথে অথবা অনেক কম্পিটিশন। কিন্তু এই আর্কিটেকচারাল ড্রাফটিং এর ক্যারিয়ার মাত্র শুরু। ৭। আর্কিটেকচারাল ড্রাফটিং ক্যারিয়ার টি হচ্ছে আপনার নতুন একটি জগতের প্রথম ধাপ। পরবর্তীতে আপনি চাইলে এই পজিশন থেকে থ্রিডি মডেলিং এবং রেন্ডারিং, প্রোডাক্ট ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, থ্রিডি এনিমেটর সহ আরো বিভিন্ন রকমের ইন্টারেস্টিং বিষয়ে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। ৮। যেহেতু এই কাজের চাহিদা দিন দিন বাড়ছে, এবং কোনরকম যদি আপনি আপনার পজিশন তৈরি করে ফেলতে পারেন, তাহলে কাজের পরিমাণ এত বেশি হবে যে আপনার সহযোগী হিসেবে অবশ্যই লোক নিতে হবে। আর লোকাল মার্কেটে ও এই কাজে চাহিদা প্রচুর। তাই খুব সহজেই আপনি একজন ছোট উদ্যোক্তা হতে পারবেন এবং আপনার কঠিন পরিশ্রম এবং চেষ্টা দিন দিন আপনার এই ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা তে পরিণত করবে
১। প্রথমেই জেনে নিই আর্কিটেকচারাল ড্রাফটিং জিনিসটা কি। আর্কিটেক্ট কিংবা ইঞ্জিনিয়ার কিংবা কোন কনস্ট্রাকশন ফার্ম যখন কোন আবাসিক বাড়ি, অফিস, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট কিংবা শপ, রাস্তা এবং নানান রকমের এই প্রকার কাঠামো তৈরি করে, তার পূর্বে প্রয়োজন পরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ড্রয়িং। এই ড্রয়িং গুলো আগে হাতে করা হতো কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগে কাজগুলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে করা হয়। উপরোক্ত ব্যক্তিরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে এই ড্রইং এর কাজগুলো করে। দিক নির্দেশনা গুলো মেনে নিয়ে কম্পিউটারের মাধ্যমে এই ড্রয়িং এর কাজগুলো করাটাই আর্কিটেকচারাল ড্রাফটিং। আর যে এ কাজগুলো করে থাকে সে হচ্ছে আর্কিটেকচারাল ড্রাফটসম্যান। ২। এখন প্রশ্ন হচ্ছে কি কি সফটওয়্যার এই কাজে ব্যবহার করা হয়। মূলত সফটওয়্যার এর কোন শেষ নেই এবং প্রতিনিয়ত বিভিন্ন রকমের সফটওয়্যার বাজারে আসছে। তবে জনপ্রিয় কিছু সফটওয়্যার হচ্ছে, অটোক্যাড, রেভিট, স্কেচআপ, চীফ আর্কিটেক্ট, আর্চিক্যাড ইত্যাদি। তবে এদের ভিতর সবচেয়ে বেশি ব্যবহৃত, পুরান এবং জনপ্রিয় হচ্ছে অটোক্যাড। আপনি যদি অটোক্যাড খুব ভালোভাবে জানেন, তাহলে অন্যান্য আরো সকল রকমের সফটওয়্যার গুলো খুব সহজেই নিজে নিজে আয়ত্ত করে নিতে পারবেন, যেহেতু এই প্রকার সব সফটওয়্যার এর প্রধান অ্যালগরিদম প্রায় একই রকম। ৩। মার্কেটপ্লেসে এবং ফ্রিল্যান্সিংয়ে বরাবরের মতই এই কাজের খুবই জনপ্রিয়তা এবং দিন দিন এর চাহিদা বাড়ছে। কারণ উন্নত দেশগুলোতে একজন আর্কিটেকচারাল ড্রাফটসম্যান এর বেতন অথবা ইনকাম প্রচুর। যদি একটু গুগল করেন, তাহলে জানতে পারবেন। কিন্তু ইন্টারনেটের যুগে যেহেতু ভার্চুয়াল কর্মীর মাধ্যমে এই কাজ করানো যাচ্ছে এবং আরো কম মূল্যে, তাই এখন প্রায় সব কোম্পানিগুলো আর্কিটেকচারাল ড্রাফটিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ছেড়ে দিচ্ছে। কিন্তু চাহিদা অনুসারে সঠিক স্কিল সম্পন্ন জনশক্তি না থাকায়, এই মার্কেটটি মোটামুটি এখনো লো-কম্পিটিশন অবস্থায় আছে এবং আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে ভালো অংকের উপার্জন করতে পারবেন প্রতি প্রজেক্টে। উপার্জনের অংকটি আসলে আপনার যোগ্যতার উপর নির্ভর করে। তবে আমি একটি আইডিয়া দিচ্ছি, আপনি যদি কোন একটি ছোট আকারের একতলা বাড়ির আর্কিটেকচারাল ড্রাফটিং এর সম্পূর্ণ কাজ করেন, আপনার সময় লাগবে সর্বোচ্চ সাত দিন এবং এই কাজের সর্বনিম্ন রেট 500 ডলার থেকে শুরু। ৪। এই কাজটি শিখতে হলে আপনার আগে থেকেই আর্কিটেকচারাল কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না হলেও চলবে। কারণ এখানে আপনি কোন নিজে থেকে ডিজাইন কিংবা আইডিয়া শেয়ার করছেন না। আপনাকে যেরকম ভাবে নির্দেশনা দেয়া হবে এবং করতে বলা হবে, আপনি শুধু ওদের অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে ড্রইং টি করবেন। তবে আপনার ড্রাফটিং ফাউন্ডেশন নামে একটি কোর্স করতে হবে। এইখানে বেসিক জ্যামিতি, বিভিন্ন ড্রইং এর নাম, এক ড্রইং থেকে আরেক ড্রয়িং কিভাবে করতে হয় তার নিয়ম, ড্রয়িং এর স্কেল, বিভিন্ন মাপ এবং স্ট্যান্ডার্ড, আর্কিটেকচারাল ফাংশন আইডিয়া, আর্কিটেকচারাল সিম্বল এবং এব্রিভিয়েশন, ড্রইং এর কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ইত্যাদি সম্পর্কে একটি আইডিয়া দেওয়া হবে। ৫। এই পেশায় আসতে হলে আপনার মূলত তিনটি কোর্স একসাথে করা লাগবে। আর্কিটেকচারাল ড্রাফটিং ফাউন্ডেশন, তারপর আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড এবং সর্বশেষে ফ্রিল্যান্সিং উইথ আর্কিটেকচারাল ড্রইং। খুবই দুঃখের ব্যাপার আমাদের দেশে অন্যান্য সব ক্যাটাগরিতে হাজার হাজার ট্রেনিং ইনস্টিটিউট থাকা সত্ত্বেও এই ক্যাটাগরিতে ট্রেনিং করায় এরকম কোন ভালো প্রাইভেট ইনস্টিটিউট আমার জানামতে এখনো নাই। তবে সরকারি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে এই ক্যাটাগরিতে কোর্স আছে এবং খুবই কম খরচে। কিন্তু সে ক্ষেত্রে সঠিক ইনস্ট্রাক্টর সব সময় কপালে জুটে না। কারণ ম্যাক্সিমাম যারা ট্রেনিং করায়, যুগের সাথে তারা এখনো তাল মিলিয়ে আপডেটেড করতে পারেনি। তবে বিকেটিটিসি এবং বিজিটিটিসি মোটামুটি ভালো অবদান রাখতে পারতেছেন। কিন্তু সবার আর সশরীরে গিয়ে এখন আর এই ট্রেনিং টি নেয়া সম্ভব নয়। ৬। আমি পূর্বেই বলেছি দিন দিন এর চাহিদা বাড়ছে। আপনি যদি সঠিক মেন্টর থেকে সঠিক কাজ শিখতে পারেন খুব অল্প সময়ে আপনি নিজেও একজন এ সেক্টরে প্রফেশনাল হয়ে যাবেন। যেহেতু এখনও এই মার্কেটে কম্পিটিশন খুবই কম, আপনি যদি এখনই আপনার পজিশন তৈরি করে ফেলতে পারেন এবং নিজের একটি ব্র্যান্ড ভ্যালু বানাতে পারেন, পরবর্তীতে আপনার চাহিদা সব সময় থাকবে। ক্যারিয়ারের দিক থেকে, কিছু কিছু প্রফেশন এখন প্রায় বিলুপ্তির পথে অথবা অনেক কম্পিটিশন। কিন্তু এই আর্কিটেকচারাল ড্রাফটিং এর ক্যারিয়ার মাত্র শুরু। ৭। আর্কিটেকচারাল ড্রাফটিং ক্যারিয়ার টি হচ্ছে আপনার নতুন একটি জগতের প্রথম ধাপ। পরবর্তীতে আপনি চাইলে এই পজিশন থেকে থ্রিডি মডেলিং এবং রেন্ডারিং, প্রোডাক্ট ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, থ্রিডি এনিমেটর সহ আরো বিভিন্ন রকমের ইন্টারেস্টিং বিষয়ে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। ৮। যেহেতু এই কাজের চাহিদা দিন দিন বাড়ছে, এবং কোনরকম যদি আপনি আপনার পজিশন তৈরি করে ফেলতে পারেন, তাহলে কাজের পরিমাণ এত বেশি হবে যে আপনার সহযোগী হিসেবে অবশ্যই লোক নিতে হবে। আর লোকাল মার্কেটে ও এই কাজে চাহিদা প্রচুর। তাই খুব সহজেই আপনি একজন ছোট উদ্যোক্তা হতে পারবেন এবং আপনার কঠিন পরিশ্রম এবং চেষ্টা দিন দিন আপনার এই ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা তে পরিণত করবে

খুব সুন্দর লিখছেন,ভাই
ReplyDeleteআমি Auto cad পারি
তবে মনে হচ্ছে আর একটু এডভান্স লেবেলের কারো সাথে কাজ দেখলে ভাল হত