হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক
ভালো আছি। আজকের টপিক হলো কিভাবে ফাইবারে মোবাইল দিয়ে সব সময় একটিভ থাকা যায়। তো
আজকের এই পোস্টে সম্পুর্ন টপিক নিয়ে আলোচনা করবো। ফাইবারে সব সময় একটিভ থাকার জন্য
প্রথমে প্লে স্টোরে যান। এর পরে Auto Reload লিখে সার্চ দিন। অ্যাপটি ইস্টল করুন।
ওপেন করুন। মেনুতে ক্লিক করে url দিন www.fiverr.com এরপরে টাইম ২৪০ সেকেন্ড করে
দিন। এর ফলে প্রতি চার মিনিট পর পর fiverr এর পেজটি অটো রিলোড নিবে। এর পরে ব্যাক
করে start এ ক্লিক করুন। fiverr এর পেজটি লোড নেওয়ার পরে আপনার ফাইবার এক্যাউন্ট টি
লগইন করুন। Well done. আপনার কাজ মোটামুটি শেষ। এবার মোবাইলের সেটিংসে চলে যান এবং
display তে ক্লিক করে ৩০ মিনিট করে দিন। যার ফলে আপনার ফোনের ডিসপ্লে ৩০ মিনিট
পর্যন্ত বন্ধ হবে না। এখন Auto Reload আপ্পস্টিতে ঢুকে নেট কানেকশন অন করে রেখে
দিন। তাহলেই সারাদিন আপনাকে একটিভ দেখেবে। জানি পোস্টটি দেখে ভালোভাবে বুঝতে পারেন
নাই। তাই আপনার জন্য এই ভিডিওটি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আশা করি বুঝতে
পারবেন। 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
